Posts

ফোল্ডিং কাকে বলে | ফোল্ডিং কত প্রকার ও কি কি

প্রশ্ন : ফোল্ডিং(Folding) অর্থ কি?  উত্তর :   ফোল্ডিং শব্দের অর্থ হল ভাঁজ করা।  প্রশ্ন :  ফোল্ডিং (Folding) কাকে বলে? উত্তর :  পোশাক আয়রন করার পর তা প্যাকিং করে বাজারজাত করার উদ্দেশ্য বিশেষ নিয়মে পরিপাটি করে নির্দিষ্ট নিয়মে স্তরে স্তরে সাজিয়ে পোশাক ভাঁজ করাকে ফোল্ডিং (Folding) বলে। ফোল্ডিং (Folding) কত প্রকার? ফোল্ডিং তিন প্রকারঃ শার্টের ফোল্ডিং (Folding of Shirt) প্যান্টের ফোল্ডিং (Folding of Pant) জ্যাকেটের ফোল্ডিং (Folding of Jacket) শার্টের ফোল্ডিং শার্টের ফোল্ডিং শার্টের ফোল্ডিং কত প্রকার? শার্টের ফোল্ডিং চার প্রকারঃ  স্ট্যান্ড আপ ফোল্ডিং (Stand up folding) সেমি স্ট্যান্ড আপ ফোল্ডিং (Semi-Stand up folding) ফ্লাট প্যাক ফোল্ডিং (Flat Pack Folding) হ্যাঙ্গার প্যাক ফোল্ডিং (Hanger Pack Folding) প্যান্টের ফোল্ডিং প্যান্টের ফোল্ডিং প্যান্টের ফোল্ডিং কত প্রকার? প্যান্টের ফোল্ডিং তিন প্রকারঃ  ফ্লাট ফোল্ডিং (Flat folding) হাফ ফোল্ডিং (Half folding) হ্যাঙ্গার ফোল্ডিং (Hanger folding) জ্যাকেটের ফোল্ডিং কত প্রকার? জ্যাকেটের ফোল্ডিং তিন প্রকারঃ ফ্লাট ফোল...
  জীবনের সবচেয়ে কঠিন সময় একা একা চলতে হইছে বেশির ভাগ। জীবনে হিসাব মিলাতে খুব ইচ্ছা করে! তবে কেন জানি ওই হিসাব কখনো মিলাতে পারি নি।

*** মুনাফিকের আলামত কয়টি ও কি কি?

উত্তর: ‌‌‘‘আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত। আল্লাহর রাসুল (সা.) বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি- ১. যখন কথা বলে, মিথ্যা বলে ২. যখন অঙ্গীকার করে, তা ভঙ্গ করে এবং ৩. আমানতের খেয়ানত করে। ’’   (বুখারী, মুসলিম) আরেক বর্ণনায় এসেছে, ‘‘আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত। নবী করিম (সা.) বলেছেন, চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। এগুলো হচ্ছে- ১. আমানতের খেয়ানত করে ২. কথা বললে মিথ্যা বলে ৩. অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং ৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি করে।  ’’ (বুখারী, মুসলিম) আর মুনাফিকের শাস্তি সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে , ‘‘নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিকৃষ্ট স্তরে থাকবে এবং তাদের জন্য তুমি কখনও কোনো সাহায্যকারী পাবে না|’’  (সুরা নিসা, আয়াত: ১৪৫) Habibur Rahman