Posts

Showing posts from May, 2023

*** মুনাফিকের আলামত কয়টি ও কি কি?

উত্তর: ‌‌‘‘আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত। আল্লাহর রাসুল (সা.) বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি- ১. যখন কথা বলে, মিথ্যা বলে ২. যখন অঙ্গীকার করে, তা ভঙ্গ করে এবং ৩. আমানতের খেয়ানত করে। ’’   (বুখারী, মুসলিম) আরেক বর্ণনায় এসেছে, ‘‘আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত। নবী করিম (সা.) বলেছেন, চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। এগুলো হচ্ছে- ১. আমানতের খেয়ানত করে ২. কথা বললে মিথ্যা বলে ৩. অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং ৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি করে।  ’’ (বুখারী, মুসলিম) আর মুনাফিকের শাস্তি সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে , ‘‘নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিকৃষ্ট স্তরে থাকবে এবং তাদের জন্য তুমি কখনও কোনো সাহায্যকারী পাবে না|’’  (সুরা নিসা, আয়াত: ১৪৫) Habibur Rahman